Saturday, March 23, 2019

বই:The Vegetarian

#পাঠ_প্রতিক্রিয়া
বই: The Vegetarian
লেখক: Han Kang
অনুবাদ: Deborah Smith 
প্রকাশক: Portobello Books
দাম: ৪৯৯/-

বইটা পড়ে প্রথম যে প্রতিক্রিয়াটা হয় সেটা হলো-অদ্ভুত। মাত্র ১৮৩ পৃষ্ঠার বইতে লেখিকা একের পর এক ছুঁয়ে গেছেন নানা বিষয়কে-ব্যক্তি স্বাধীনতার লড়াই, লিঙ্গবৈষম্য, মানসিক অসুস্থতা, সামাজিক পারিবারিক অস্পৃশ্যতা...কী নেই!
আপাতভাবে একটা দক্ষিণ কোরিয়ান মেয়ে এয়ং হের গল্প, যে খুবই সাদামাটা।কোনো পরিস্থিতিতেই আলাদা করে তার সম্পর্কে কিছু বলার থাকে না। এরকম একজন মানুষ হঠাৎই একদিন ঠিক করে আর আমিষ খাবে না--দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশে, যেখানে নিরামিষ খাওয়া শুধু অপ্রচলিতই নয়, প্রায় একটা সামাজিক ট্যাবু, আর এরপরই শুরু হয় পাঠকের roller coaster ride।
বইটা ৩টে ভাগে লেখা এবং কোনোটাই এয়ং হের নিজের চিন্তাভাবনার কথা কিছু বলে না।
এই গল্পের সবচেয়ে প্রকট দিক এর unpredictability। শুরুটা হয় vegetarianism এর শুরুর সময় থেকে। একজন বরাবরের অবদমিত মানুষ যখন শুধু নিজের খাদ্যাভ্যাসের মতো ব্যক্তিগত একটা preference এর জন্য দৃঢ় পদক্ষেপ করে, তখন এক এক করে শুরু হয় সামাজিক বয়কট, পরিবার পরিজনের স্নেহহীনতা। শেষ পর্যন্ত তার বিয়েটাও ভেঙে যায়। 
ঠিক এই সময় দাঁড়িয়ে পাঠক যখন ভাবে এরপর গল্পটা হয়তো vegetarianism এর journey টা নিয়েই চলবে, তখন দ্বিতীয় চ্যাপ্টার নিরামিষ খাওয়া নিয়ে প্রায় কিছুই বলে না। এখানে একই সঙ্গে উঠে আসে শিল্পীর অপ্রাপ্তি, যৌন চেতনার অবদমন ও তার মুক্তি। যৌনতা যেখানে নিজেকে আবিষ্কারের একটা tool। আর বইটার শেষটুকু এয়ং হের দিদির মুখে। একের পর এক খোয়া যাওয়া সম্পর্ক, খোয়া যাওয়া মানুষ আর সবকিছুর মধ্যে দিয়ে তার নিজস্ব স্ট্রাগল।
এমন dark কিন্তু thought provoking লেখা বহুদিন মনে থাকবে। প্রসঙ্গত বইটি ২০১৬ র ম্যানবুকার প্রাইজে সম্মানিত।